১. আপনি কোনো ডুপ্লিকেট বা কপি প্রশ্ন করতে পারবেন না। অর্থাৎ কোনো প্রশ্ন যদি আগে থেকেই প্রশ্নহাবে থেকে থাকে তাহলে আর ঐ একই প্রশ্ন পুনরায় পারতে পারবেন না। সেক্ষেত্রে আপনি বাম্প আপশনটি ব্যবহার করতে পারবেন। বাম্প করলে সেই প্রশ্নটি আবার সবার সামনে চলে আসবে।
২. আপনি একদম ছোট কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনার প্রশ্নের টাইটেল কমপক্ষে ১২ বর্ণের হতে হবে।
৩. কোনো ব্যক্তি, পরিবার, দল, গোষ্ঠী, ধর্ম, সম্প্রদায়, সমাজ, রাষ্ট্র ইত্যাদির কাউকে আঘাত করে কিংবা হেয় করে কোনো প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনার প্রশ্ন যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাউকে কষ্ট না দেয়।
৪. আপনার প্রশ্নের জন্য সবচেয়ে কাছাকাছি অর্থাৎ আপনার প্রশ্নের টপিকের জন্য সামঞ্জস্যপূর্ণ এরকম একটি বিভাগ নির্বাচন করুন।
5. যথাসম্ভব আপনার প্রশ্নের টাইটেল খুব গুছিয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার প্রশ্নের টাইটেল দেখেই যেকেউ আপনার প্রশ্ন বুঝতে পারে। যদি আপনার প্রশ্নের ব্যাখ্যামুলক কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে "আপনার প্রশ্নের ব্যাখ্যামূলক তথ্য" এর জায়গায় ব্যাখ্যা দিন।